“প্রিয় পরিশ্রমী Freelancer ভাই-বোন ! আস্সালামুআলাইকুম। আমাদের মধ্যে অনেকেই অনলাইনে ছোট-খাটো কাজ করেন ও অল্প পরিমাণ ডলার ইনকাম করেন। আবার অনেক সময় ডোমেইন/হোস্টিং বা অন্য কোনো পণ্য Buy করার জন্য কারো কারো সামান্য পরিমান ডলারের প্রয়োজন হয়। সেক্ষেত্রে এতো অল্প পরিমাণ ডলার কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছে বিক্রি করতে পারেন না এবং নিজেদের প্রয়োজন মতো ডলার ব্যাংকের মাধ্যমে কিনতেও পারেন না। তাই ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করে কারো কাছ থেকে ডলার কিনতে গিয়ে এবং ইনকাম করা ডলার কারো কাছে বিক্রি করতে গিয়ে প্রায়ই প্রতারণার শিকার হতে হয়। তাদের কথা চিন্তা করেই আমাদের এ প্রয়াস। আমাদের সেবা গ্রহণ করে অনলাইন জুয়া, অর্থ পাচার (মানি লন্ডারিং), সন্ত্রাসী কর্মকাণ্ড বা এজাতীয় যেকোনো অপরাধজনিত কাজ করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অপরাধের জন্য এ সার্ভিস ব্যবহার করলে ExchangUSD কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।